মাগুরা জেলার সর্বোচ্চ করদাতা মা-ছেলে

|

মাগুরা জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন মা ও ছেলে। পুরুষ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতা ছেলে মো. ফয়সাল আমিন সুমন এবং মহিলা ক্যাটাগরিতে মা মোছা. হোসনে আরা সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ১১টায় সার্কেল ১০ এর উপ কর কমিশনার আব্রাহাম লিংকন মা ও ছেলের হাতে সর্বোচ্চ করদাতার পুরস্কার তুলে দেন।

সর্বোচ্চ করদাতার অনুভূতি জানাতে গিয়ে সুমন বলেন, সরকার যে উন্নয়নমূলক কাজ করছে তা এই করের টাকা দিয়েই। আমরা সবাই যদি ঠিক মতো কর দেয় তাহলে সরকার আরও এই উন্নয়নমূলক কাজ করতে পারবে। করের টাকা যদি বেশি হয় তাহলে সরকার বিদেশের মতো আমাদের দেশেও বিভিন্ন ভাতা যেমন বেকার ভাতা, চিকিৎসা ভাতা ও বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতার পরিধি বাড়াতে পারবে।

তারা মাগুরা ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড, মাগুরা অটোরাইস মিলস লিমিটেড, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স ও শাওন ট্রেডার্সের সত্ত্বাধিকারী। এ বছর মা ও ছেলে মিলে কর দিয়েছেন প্রায় ৩০ লাখ টাকা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply