ঢাকা টেস্টে মায়ার্সের ভূমিকায় বোনার?

|

তবে কী দ্বিতীয় টেস্টে মায়ার্সের ভূমিকায় দেখা যাবে বোনারকে? এমন প্রশ্ন মনে জাগতেই পারে সাধারণের। ক্রিকেট ভক্তরা ভাবতেই পারেন প্রথম টেস্টে মায়ার্সের ডাবল সেঞ্চুরির মত এই টেস্টেও হয়তো সেরকমই কোনো কাণ্ড ঘটিয়ে বসবেন বোনার। এমন চিন্তার যথেষ্ট যুক্তি‌ও কিন্তু রয়েছে। দ্বিতীয় টেস্টে টাইগারদের বোলাররা একে একে পাঁচটি উইকেটে তুলে নিলেও বোনার কিন্তু ব্যাট করেছেন স্বাভাবিক গতিতেই।

টাইগারদের কোনো বোলারই বোনারকে বড় ধরনের বিপদে ফেলতে পারেনি। তেমন কোন সুযোগও দেননি বোনার। ব্যাট হাতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। এখন পর্যন্ত অপরাজিত আছেন ৭৪ রানে। যেখানে বোনারকে মোকাবেলা করতে হয়েছে ১৭৩ বল। বাউন্ডারি হাঁকিয়েছেন ৪টি।

প্রথম দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। এই রানকে বড় করতে হলে বোনারকেই দায়িত্ব নিয়ে আগাতে হবে। উইন্ডিজের লাগাম টানতে বাংলাদেশের বোলারদের ভালো জায়গায় বল করাটা এখন ভীষণ জরুরি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply