ইরানি পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ-কে হত্যায় এক টন ওজনের একটি বিশেষ বন্দুক ব্যবহার করে মোসাদ

|

ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ-কে হত্যার জন্য এক টন ওজনের একটি বিশেষ বন্দুক ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।

৮ মাস ধরে এ বন্দুকের ক্ষুদ্র যন্ত্রাংশ ঢোকানো হয় ইরানে। গেল বছর ২৭ নভেম্বর ফাখরিজাদেহ-কে হত্যার মিশনে অংশ নেয় মোসাদের ২০ গুপ্তচর। ইসরায়েলিদের পাশাপাশি ইরানের নাগরিকও ছিলো এ টিমে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে, বিশ্বের সবচেয়ে পুরনো ইহুদি সংবাদপত্র ‘জুইশ ক্রনিকল’।

লন্ডনভিত্তিক পত্রিকাটি বলছে, হামলার দিন ফাখরিজাদেহ-র সাথে ছিলো ১২ দেহরক্ষী। কিন্তু, রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত মোসাদের বন্দুক নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে। বন্দুকের সাথে থাকা শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় সব প্রমাণ।

৫৯ বছর বয়সী ফাখরিজাদেহকে ইরানের পরমাণু কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হতো। তার হত্যাকাণ্ডের পরপরই ইসরায়েলের দিকে আঙুল তোলে তেহরান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply