নারী বিদ্বেষী মন্তব্যের জেরে পদত্যাগ অলিম্পিক আয়োজক কমিটির সভাপতির

|

নারী বিদ্বেষী মন্তব্যের জেরে অবশেষ পদত্যাগ করেছেন টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির সভাপতি ইয়োশিরো মোরি। নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জাপান ফুটবল অ্যাসোসিয়শেনর সাবেক সভাপতি ও অলিম্পিক ভিলেজ সভাপতি সাবুরো কাওয়াবুচি।

আর এতে নির্ধারিত সময়ে গেমস আয়োজনের শঙ্কা আরও জটিল হলো। গেল ৩ ফেব্রুয়ারি আয়োজক কমিটির সভায় বেফাঁস মন্তব্য করেন ইয়োশিরো মোরি।

সভায় ‘নারীরা বেশি কথা বলে’ তার এমন বক্তব্যে প্রতিবাদের ঝড় উঠে দেশ ও দেশের বাইরে। তার পদত্যাগের দাবি করা হলে ক্ষমা চান মোরি। তবে তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে হলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান এই রাজনীতিবিদকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply