কোনো দেশেই নিরঙ্কুশ বাক স্বাধীনতা নেই: সজীব ওয়াজেদ জয়

|

কোনো দেশেই নিরঙ্কুশ বাক স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিবিসি’র একটি খবর শেয়ার করে এমনটা মন্তব্য করেন তিনি।

ফ্রান্সের একটি রাজনৈতিক দলের নেতাকে অনলাইন পোস্টের মাধ্যমে আইনলঙ্ঘন করার দায়ে গ্রেফতার করা হয়েছে। বিবিসি করা এমন খবর শেয়ার করে তিনি লিখেন- ‘আমরা আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন ইউরোপীয় দেশগুলোর আদলে তৈরি করেছি। যা ফ্রান্স ও জার্মানীর মতো করে তৈরি করা। যারা আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে পশ্চিমা প্রভুদের নিকট অভিযোগ করে তাদের সেই পশ্চিমা প্রভুদের অধিকাংশ দেশেই এমন আইন আছে। নিরঙ্কুশ বাকস্বাধীনতা কোন দেশেই নেই, আপনার কোন অধিকার নেই ক্ষতি করার।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply