সাতক্ষীরায় সিরিজ বোমা হামলায় সাজা ১৮ জনের, খালাস ১

|

সাতক্ষীরায় সিরিজ বোমা হামলায় সাজা ১৮ জনের, খালাস ১

সাতক্ষীরায় সিরিজ বোমা হামলার মামলায় ১৮ জঙ্গিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন একজন।

বুধবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। এতে ৮ আসামিকে ১৩ বছর করে কারাদণ্ড দেন বিচারক। বাকি ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিন আসামি পলাতক রয়েছেন।

২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরার ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক ৫ মামলা দায়ের হয়। এরমধ্যে বোমা হামলার মামলায় ২০০৮ সালে ১৯ জঙ্গিকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজ সেই মামলার রায় দিলেন বিচারক।

এর মধ্যে আসামিদের মধ্যে একজন আগেই অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply