আন্তর্জাতিক পরমাণু চুক্তি কার্যকরে প্রথম পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে: রুহানি

|

আন্তর্জাতিক পরমাণু চুক্তি কার্যকরে প্রথম পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে: রুহানি

আন্তর্জাতিক পরমাণু চুক্তি কার্যকরে প্রথম পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। মঙ্গলবার ভাষণে আবারও জোর দিয়ে বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইসলামি বিপ্লবের ৪২তম বার্ষিকীর আয়োজনে বিদেশি রাষ্ট্রদূতদের উপস্থিতিতে জানান, যুক্তরাষ্ট্র তাদের কথা রাখলে চুক্তির শর্ত পূরণে প্রস্তুত ইরান।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, পরমাণু চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র যেদিনই তাদের দেয়া কথার বাস্তবায়ন করবে, আমরাও আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করবো। এছাড়া শুরুতে কার এগিয়ে আসা উচিত সে বিষয়ে সন্দেহের আর অবকাশ নেই। আমরাতো আর চুক্তি থেকে বেরিয়ে যাইনি যে প্রথমে ব্যবস্থা নেবো। চুক্তি আর আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তিন বছর ধরে তারা কথার বরখেলাপ করে চলেছে, আর আমাদের ওপর অন্যায় পদক্ষেপ চাপিয়ে দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply