এনএলডি’র কার্যালয়ে সাঁড়াশি অভিযান মিয়ানমার সেনাবাহিনীর

|

মিয়ানমারের রাজধানীতে অং সান সু চি’র রাজনৈতিক দল- এনএলডি’র কার্যালয়ে সাঁড়াশি অভিযান চালালো সেনাবাহিনী। মঙ্গলবার রাতে ভাঙচুরের পাশাপাশি জরুরি নথিপত্র জব্দ করা হয়।

অভ্যুত্থান বিরোধীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার খর্ব করেছে মিয়ানমার জান্তা। গণতন্ত্রকামীদের ওপর পেশীশক্তির ব্যবহার অগ্রহণযোগ্য- এমনটা আখ্যা দিয়েছে জাতিসংঘ।

এদিকে, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে ইইউ। সেনা সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই মঙ্গলবার চতুর্থ দিনের মতো রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজপথে নামেন আন্দোলনকারীরা। তাদের দমনে টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এতে আহত হন অনেকে, হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর অবস্থা সংকটাপন্ন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply