ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় সাংবিধানিক প্রশ্নে সিনেটের সমর্থন

|

ক্ষমতা ছাড়ার পরও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক কিনা সেই প্রশ্নে সম্মতি দিলো কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

মঙ্গলবার সাবেক প্রেসিডেন্টের আইনজীবী টিমের পক্ষ থেকে পার্লামেন্টে এ প্রশ্ন তোলা হয়। তাদের অভিযোগ, রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে চাইছেন ডেমোক্র্যাটরা। যার ভিত্তিতে হয় ভোটাভুটি। ৫৬-৪৪ ভোটে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মতি জানান সিনেটররা। যদিও, মাত্র ৬ জন রিপাবলিকান সিনেটর ইস্যুটিতে জানিয়েছেন সমর্থন।

তারই ধারাবাহিকতায় মার্কিন সময় বুধবার দুপুর নাগাদ শুরু হবে কংগ্রেসে বিতর্ক, তারপরই চূড়ান্ত ভোট। ট্রাম্পকে অভিশংসিত করতে প্রয়োজন সিনেটের দুই-তৃতীয়াংশ বা ৬৭ আইনপ্রণেতার সমর্থন। সেক্ষেত্রে অন্তত ১৭ রিপাবলিকানকে দাঁড়াতে হবে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। এর ফলে, সারা জীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হবেন ডোনাল্ড ট্রাম্প।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply