শাহজালাল বিমানবন্দর থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ, আটক ৮

|

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা।

মঙ্গলবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ক্যাটারিং সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে স্বর্ণ গুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দারা জানান, দুবাই থেকে আসা ফ্লাইটেই স্বর্ণগুলো শাহজালালে আসে। এরপরই সেগুলো কাভার্ড ভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাটারিং সার্ভিসের ৮ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক। জব্দকৃত সোনার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply