উত্তরাখণ্ডে হিমবাহধসে ২৬ মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ অন্তত ২০০

|

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহধসে এখনো নিখোঁজ অন্তত ২০০ মানুষ। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তপোবন-বিষ্ণুগড় জল-বিদ্যুৎ প্রকল্পের একটি টানেলে আটকা ৩৯ শ্রমিককে জীবিত বের করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের দাবি, ১৮০ মিটার দীর্ঘ টানেলটির একাংশে ৩৪ জন অপর অংশে পাঁচজন শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে পরিষ্কার করা হচ্ছে টানেলে জমা কাদামাটি। প্রাকৃতিক বিপর্যয়ের দিনই ১৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে।

রোববার সকালে, হিমালয়ের ‘নন্দা দেবী’ হিমবাহ ভেঙ্গে পড়ে; উন্মত্ত জলরাশিতে ভেসে যায় চামোলি জেলা। তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে ৫টি সেতু এবং অগণিত ঘরবাড়ি।

এদিকে, প্রত্যেক নিহতের পরিবারকে রাজ্যের তরফ থেকে ৪ লাখ এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২ লাখ রুপি ক্ষতিপূরণের আশ্বাস দেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply