মিস ইউনিভার্স বাংলাদেশ পর্বে নিবন্ধন শেষ

|

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৯ হাজার ২৫৬ জন।

এরইমধ্যে পরিবর্তন এসেছে আয়োজনের সূচিতে। মহামারি করোনার কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় পরিবর্তন করে ২০২১ সালে নেওয়া হয়েছে।

জানা গেছে, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ- ২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে।

আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply