গণফোরাম ছাড়লেন রেজা কিবরিয়া

|

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম ছাড়লেন সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া পুত্র রেজা কিবরিয়া। তবে গণফোরাম ছাড়লেও এখনই অন্যকোন দলে যোগদানের বিষয়ে ভাবছেন না এই রাজনীতিবিদ।

এরআগে গত ২০১৮ সালের সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে গণফোরামের হয়ে ধানের শীষ প্রতিকে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।

এরপর প্রথমে তাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পরবর্তীতে সাধারণ সম্পাদক করা হয়। এনিয়ে গণফোরামে দ্বন্দ দেখা দিলে ঘটে বহিষ্কার, পাল্টা-বহিষ্কারের ঘটনা।

তবে সম্প্রতি দলের বিদ্রোহীরা তাদের মতবিরোধ ভুলে আবার একসাথে কাজ করার সিদ্ধান্ত নিলে এমন সময়েই দলত্যাগ করেন রেজা কিবরিয়া। তবে, গণফোরাম ছাড়লেও ভবিষ্যতে জনগেণের পাশে থাকতে চান বলে জানান রেজা কিবরিয়া।

দলত্যাগ নিয়ে রেজা কিবরিয়া জানান, দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে তার পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে। তিনি একইসাথে দলের সাধারণ সম্পাদক পদ ও সদস্যপদ থেকে অব্যহতি নিয়েছেন। তবে গণফোরাম ছাড়লেও ড. কামাল হোসেনের সাথে তার ব্যক্তিগত যোগাযোগ অক্ষ্মুণ্ন থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply