শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

|

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা যাবে না শিশু দিবাযত্ন কেন্দ্র। থাকছে অবহেলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের অনুমোদন দেয়া হয়। পরে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, সরকারি-বেসরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান নিবন্ধনের শর্তপূরণ করে শিশু দিবাযত্ন কেন্দ্র করতে পারবেন। অবহেলার কারণে কোন শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছরের সাজা ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে চূড়ান্ত খসড়ায়।

সভায় শকুন রক্ষায় ক্ষতিকর ভেটেরিনারী ঔষধ কিটোপ্রোফেন উৎপাদন বন্ধের প্রস্তাবও অনুমোদন দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply