সারাদেশে দ্বিতীয় দিনের মত চলছে টিকাদান কার্যক্রম

|

দ্বিতীয় দিনে সারা দেশে চলছে করোনার টিকাদান কার্যক্রম। রাজধানীসহ সারা দেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে টিকা নিতে পারবেন সাধারণ মানুষ।

সোমবার সকাল ৯টার পরে রাজধানীর বিএসএমএমইউ-তে শুরু হয় দ্বিতীয় দিনের ভ্যাকসিন কার্যক্রম। সেখানে টিকা নিয়েছেন সাবেক গভর্নর আতিউর রহমান, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সিনিয়র চিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং পঞ্চাশোর্ধ মানুষজন। বিএসএমএমইউ-তে ৮টি বুথে প্রতিদিন ১২শ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে।

এদিকে শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে করোনার টিকা নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। টিকা নিয়ে বেশ উজ্জীবিত হয়ে সাধারণ মানুষ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজধানী ঢাকায় ৫০ হাসপাতালে ২০৪টি টিম ও সারা দেশে ৯৫৫টি হাসপাতালে নিয়োজিত আছে দুই হাজার ১৯৬টি টিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply