ইন্দোনেশিয়ায় বিরল প্রজাতির সুমাত্রান বাঘের হাতে নিহত চিড়িয়াখানা কর্মী

|

ইন্দোনেশিয়ায় চিড়িয়াখানার এক কর্মীকে হত্যা করেছে বিরল দুই সুমাত্রান বাঘ। শনিবার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়- বর্নিও দ্বীপের ঐ চিড়িয়াখানায় বিপুল বৃষ্টিপাতে ভূমিধসের পর ফলে খাঁচা ভেঙ্গে পালায় ১৮ মাস বয়সী এক জোড়া বাঘ। কয়েক ঘণ্টার অভিযানে ঘুমের ঔষধ ছুঁড়ে ধরাশয়ী করা হয় প্রাণীগুলোকে। কিন্তু, একটি বাঘের ওপর কাজ করেনি ঔষধ। সেটি হামলা চালালে গুলি ছুঁড়ে হত্যা করতে বাধ্য হন কর্মকর্তারা।

পরবর্তীতে চিড়িয়াখানায় অনুসন্ধান চালালে বাঘের খাঁচার কাছেই উদ্ধার হয় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীর মরদেহ। একইসাথে, মেলে বাঘের হামলায় মারা যাওয়া একটি অস্ট্রিচ পাখি ও বেশকিছু বানর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply