যুক্তরাষ্ট্রে অস্বাস্থ্যকর পরিবেশের প্রতিবাদে কারাগারে ভাঙচুর-অগ্নিসংযোগ

|

অস্বাস্থ্যকর পরিবেশের প্রতিবাদে বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মিসৌরির কারাগার। জেল ভেঙ্গে পালানোর চেষ্টা করে শতাধিক কয়েদি।

সেন্ট লুইসের কারাগারটিতে ধারণ ক্ষমতার অনেক বেশি সংখ্যক কয়েদি রাখা হয় বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি টয়লেটের পানি জমে থাকায় ক্ষোভ জানায় কয়েদিরা।

শনিবার সকালে কারাগারের ৪ তলার একটি অংশ ভেঙ্গে বেরিয়ে যায় শতাধিক কয়েদি। ভাঙ্গা জানালা থেকে ভেতরের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারেন তারা। করে অগ্নিসংযোগও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তবে কয়েক ঘণ্টার মধ্যে কয়েদিদের কারাগারে ঢোকাতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply