আজ দেশজুড়ে টিকাদান কার্যক্রম শুরু

|

আজ দেশজুড়ে টিকাদান কার্যক্রম শুরু

সারা দেশে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিনেশন কর্মসূচি।

রাজধানী ঢাকায় ৫০ ও সারা দেশে ৯৫৫টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে চলবে টিকাদান কার্যক্রম। দেশের জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে বিকেল পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রাজধানীর ৫০টি হাসপাতালে ২০৪টি টিম কাজ করবে। আর সারা দেশে ৯৫৫টি হাসপাতালে নিয়োজিত থাকবে দুই হাজার ১৯৬টি টিম। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে ২ হাজার ৪০০টি দল কাজ করবে।

এছাড়া ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য টিম প্রস্তুত রয়েছে সাত হাজার ৩৪৪টি।

এদিকে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন তিন লাখ ২৮ হাজার ১৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply