যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে বেসামরিক লোক ঢুকে পড়ায় ব্যাপক তোলপাড় পেন্টাগনে

|

যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে বেসামরিক এক নাগরিকের ঢুকে পড়ার ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে পেন্টাগনে।

শুক্রবার বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষা বিভাগ। খতিয়ে দেখা হবে দেশ ও দেশের বাইরের প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা।

গত বৃহস্পতিবার ম্যারিল্যান্ডের বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে এক ব্যক্তি। সেখানেই থাকে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। হোয়াইট হাউজের মাত্র ১৫ মাইল দক্ষিণ-পূর্বে ঘাঁটিটির অবস্থান। এ সময় একটি সি-ফোর্টি এয়ারক্রাফটেও প্রবেশ করেন ওই ব্যক্তি। কোনো অস্ত্র পাওয়া যায়নি তার কাছে। কোনো ধরণের উগ্রবাদী সংগঠনের সাথে সম্পৃক্ততার খোঁজও মেলেনি। আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে অনুপ্রবেশকারীর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply