ইরানি কূটনীতিক আসাদুল্লা আসাদিকে ২০ বছরের কারাদণ্ড

|

ইরানি কূটনীতিক আসাদুল্লা আসাদিকে ২০ বছরের কারাদণ্ড

ইরানি কূটনীতিক আসাদুল্লা আসাদিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলজিয়ামের আদালত। ২০১৮ সালে প্যারিসে ইরানি বিরোধীদের সমাবেশে বোমা হামলা পরিকল্পনার দায়ে তাকে এ সাজা দেয়া হয়।

আদালত আসাদির আরো তিন সহযোগীকে ১৫ থেকে ১৮ বছরের কারাদণ্ড দেন।

আদালত জানান, সাজাপ্রাপ্তরা ন্যাশনাল কাউন্সিল অব রেসিট্যান্স অব ইরান নামক একটি সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে চেয়েছিল। তবে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামের পুলিশ আগেই তাদের এ ষড়যন্ত্রের বিষয়ে জেনে যায়। তিন বছর আগে ওই হামলা পরিকল্পনার অংশ হিসেবে বিস্ফোরক সরবরাহের সময় আসাদি অস্ট্রিয়ায় ইরান মিশনে যুক্ত ছিলেন। পরে তাকে জার্মানি থেকে গ্রেফতার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply