পাকা অলরাউন্ডার হয়ে উঠছেন মিরাজ

|

উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিতে নতুন মিরাজ দেখলো বাংলাদেশ। সেই সাথে ক্রিকেট বিশ্বকে নতুন করে জানান দিলেন আমিও হতে পারি অলরাউন্ডার। বল ও ব্যাট হতে প্রতিপক্ষকে ধসিয়ে দেয়ার ক্ষমতা রয়েছে আমারও। এমন দাবি মিরাজ তুলতেই পারেন, কারণ সাকিবের অবর্তমানে তিনিই টাইগারদের ফিরিয়েছেন কক্ষপথে।

প্রথম ইনিংসে দলের সেরা ব্যাটসম্যানদের টপকে পাকা ব্যাটারের মত ব্যাট হতে করলেন সেঞ্চুরি। দলেকে এনে দিলেন বড় পুঁজি।

সেঞ্চুরি করার পরে পোস্ট ম্যাচে বলেছিলেন, সবার আগে আমি একজন বোলার সেই কথার প্রতিফলন ঘটালেন আজ। ম্যাচের তৃতীয় দিনে একে একে প্রতিপক্ষের চার ব্যাটসম্যানকে তুলে নিলেন রিতিমত ফাঁদে ফেলে। মিরাজের বিদ্ধংসী বোলিংয়েই ২৫৯ রানেই থেমে যায় উইন্ডিজের ইনিংস।

সফরকারীদের রানের চাকা সচল রাখ মায়ার্স ও ব্ল্যাকউডকে ফিরিয়ে রানের গতিথামান মিরাজ। মায়ার্স ফেরেন ৪০ রানে আর ব্ল্যাকউড ফেরেন ৬৮ রানে। এর পরে মিরাজের শিকারহন কর্নওয়ালস ও শুন্য রানেই কোমার রোচকে ফিরিয়ে দিলে কোমর ভেঙ্গে যায় উইন্ডিজের।

এই ম্যাচে ২৬ ওভার বোলিং করে মেডেন নিয়েছেন ৯টা। ৫৮ রানে নিয়েছেন ৪ উইকেটে। ইকোনোমি রেট ২ দশমিক ২৩।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply