যুক্তরাষ্ট্রের ‘প্রাউড বয়েজ’কে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো কানাডা

|

যুক্তরাষ্ট্রের 'প্রাউড বয়েজ'কে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো কানাডা

যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠন ‘প্রাউড বয়েজ’কে সন্ত্রাসী তালিকাভুক্ত করলো কানাডা। গেলো মাসে মার্কিন কংগ্রেসে হামলা ও সহিংসতার জেরে এ পদক্ষেপ জানিয়েছে অটোয়া।

শুধু সংগঠনটির সদস্য হওয়া ফৌজদারি অপরাধ গণ্য না হলেও সম্পদ জব্দসহ কঠোর পদক্ষেপের মুখে পড়তে পারেন সদস্যরা। সংগঠনটিতে অনুদান বা পৃষ্ঠপোষকতা এবং তাদের কাছ থেকে কিছু কেনাসহ যেকোনো আর্থিক লেনদেন অবৈধ গণ্য হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে, ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটল হিলে বিদ্রোহ উস্কে দেয়ার অভিযোগ সংগঠনটির বিরুদ্ধে। তখন থেকেই কড়া নজরদারিতে আছে ‘প্রাউড বয়েজ’। আগেও বিভিন্ন রাজনৈতিক সমাবেশে সহিংসতায় জড়িয়েছে সদস্যরা। যদিও কানাডাতেই প্রথম কালো তালিকাভুক্ত হলো সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply