বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার চুড়ান্ত প্রতিবেদন অল্প সময়ের মধ্যে দেয়া হবে: রাষ্ট্রপক্ষ

|

মাহমুদা খানম মিতু ও বাবুল আক্তার। ফাইল ছবি

গুলি ও ছুরিকাঘাতে নিহত তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার চুড়ান্ত প্রতিবেদন অল্প সময়ের মধ্যে দেয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ বৃহস্পতিবার সকালে অগ্রগতি প্রতিবেদনে উপর শুনানি চলার সময় রাষ্ট্রপক্ষ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের কোর্টকে এ তথ্য দেন। এসময় আদালত জামিন চাওয়া আসামী ওয়াসিমের অগ্রগতি প্রতিবেদনে সম্পৃত্ততা মিলায় তাকে জামিন দেননি। তিন মাসের মধ্যে মিতু হত্যার তদন্ত শেষ না হলে, পূনরায় রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply