মিয়ানমারে সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ

|

মিয়ানমারে সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ

মিয়ানমারে সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারনেট পর্যবেক্ষক একাধিক প্রতিষ্ঠান।

ফেসবুক কর্তৃপক্ষও জানিয়েছে, রাজনৈতিক অচলাবস্থার মুখে এ পদক্ষেপে মিয়ানমারের সাধারণ মানুষ পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এ অবস্থায় অবিলম্বে ইন্টারনেট অ্যাপগুলো চালু করার আহ্বান প্রতিষ্ঠানটির। সামরিক অভ্যুত্থানের তিনদিনে নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় থমথমে পরিস্থিতি পুরো দেশে। বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি না হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন সাধারণ জনগণ।

সেনাবাহিনীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন গড়ে তুলতে, বিভিন্ন পরিকল্পনা ফেসবুকেই নিচ্ছিলেন বেসামরিক জনতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply