জাপানে ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে জরুরি অবস্থা

|

জাপানে ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে জরুরি অবস্থা

জাপানে ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে কোভিড নাইনটিন বিষয়ক জরুরি অবস্থা। বুধবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এড়িয়ে চলতে হবে সব ধরনের জনসমাগম, মেনে চলতে হবে স্বাস্থ্য বিধি। এ বিষয়ে বিভিন্ন শহরে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মূলত লকডাউন এড়াতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকার।

তথ্য বলছে, প্রায় ৭০ শতাংশ প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসা থেকে অফিস করার অনুমতি দিয়েছে। এই সময়ে ক্ষতিগ্রস্ত বার রেস্তোরাঁ গুলোকে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সুগা সরকার।

দেশটিতে বুধবার শনাক্ত হয়েছে দুই হাজারের বেশি রোগী। মারা গেছে শতাধিক মানুষ। মোট প্রাণহানি প্রায় ৬ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply