মিয়ানমারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

|

মিয়ানমারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। বাংলাদেশে অবস্থানরত দূতাবাস ও চায়না দূতাবাসের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের ঘটনা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। তবে বাংলাদেশ এখনি সামরিক সরকারকে সমর্থন জানায়নি; একইভাবে সূচির মুক্তি নিয়েও কোন মন্তব্য করতে রাজি নয়।

আপাতত রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকেই বাংলাদেশ নজর দিচ্ছে। মন্ত্রী বলেন, পশ্চিমা বন্ধু রাষ্ট্রের উদ্বেগ আছে আবারও রোহিঙ্গা ঢল শুরু হতে পারে। তবে সীমান্তে কড়া নজরদারি আছে বাংলাদেশের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply