প্রজাতন্ত্র দিবসে কৃষক সহিংসতার মামলা খতিয়ে দেখতে অস্বীকৃতি ভারতের সুপ্রিম কোর্টের

|

প্রজাতন্ত্র দিবসে কৃষক সহিংসতার মামলা খতিয়ে দেখতে অস্বীকৃতি ভারতের সুপ্রিম কোর্টের

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষক সহিংসতার মামলা খতিয়ে দেখতে অস্বীকৃতি জানালেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ জানান এ সিদ্ধান্ত।

শুনানিতে প্রধান বিচারপতি জানান, বিষয়টি নিয়ে তৎপর সরকার; তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্টদের দেয়া হবে উপযুক্ত শাস্তিও।

সুতরাং বিষয়টি নিয়ে এই মুহুর্তে হস্তক্ষেপে রাজি নন আদালত। মূলত কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতা মামলাগুলো খতিয়ে দেখার আবেদন জানান লোকসভায় কংগ্রেসের এমপি শশী থারুর এবং সাংবাদিক রাজদীপ সারদেশাই।

২৬ জানুয়ারি কৃষকদের লালকেল্লায় সহিংসতা চালানোয় উসকানি দেয়ার অভিযোগে অভিনেতা দীপ সিধুসহ ৮ জনকে গ্রেফতারে মরিয়া পুলিশ। ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে লাখ রুপি পুরষ্কারও।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কৃষক আন্দোলন’ ঘিরে বিদেশী তারকাদের পোস্টকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে পার্লামেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply