উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ তুরস্কে

|

তুরস্কে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো চলছে বিক্ষোভ-সহিংসতা। মঙ্গলবার আন্দোলনের জেরে আরও ৬৯ জনকে আটক করা হয়।

প্রশাসন বলছে, ইস্তাম্বুলের বোগাজিজি বিশ্ববিদ্যালয়ে নতুন রেক্টর নিয়োগকে কেন্দ্র করেই চলছে এই সহিংসতা। পুলিশের সাথে শিক্ষক-শিক্ষার্থীদের চলে দফায় দফায় সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ছোঁড়ে নিরাপত্তা বাহিনীর সদস্য। রাতেও চলে সহিংস আন্দোলন। এ ঘটনায় দুই দিনে আটক করা হয় দেড় শতাধিক বিক্ষোভকারীকে।

আন্দোলনকারীদের অভিযোগ, ১৯৮০ সালে সেনা অভ্যুত্থানের পর, এই প্রথম বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়ের বাইরের কাউকে রেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গেলো মাসে মেলিহ বুলুকে নিয়োগ দেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টি ঘিরে চলছে উত্তেজনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply