কমলো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি

|

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমিয়েছে সরকার। ১০০ সিসি বা তার নিচের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ১০০ সিসি বা তার নিচের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই ফি ছিল ৪ হাজার ২০০ টাকা।

এছাড়াও ১০০ সিসির বেশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি আগে ছিল ৫ হাজার ৬০০ টাকা। নতুন করে নির্ধারিত এই ফি শিগগির কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply