চলে গেলেন ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী অধ্যাপক মাহমুদা

|

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর সহধর্মিণী ও তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক মাহমুদা বেগম আর নেই। নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন ডা. এবিএম আবদুল্লাহ ও তার স্ত্রী মাহমুদা বেগম। এবিএম আবদুল্লাহ ধীরে ধীরে সুস্থ হলেও তার স্ত্রীর ফুসফুসে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে। করোনামুক্ত হওয়ার পর নিউমোনিয়া, সেপটিসেমিয়া ও সেপটিক শক জনিত জটিলতায় শুক্রবার রাত থেকে তিনি গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. এবিএম আবদুল্লাহ। তিনি বলেন, আল মারকাজুল ইসলামে গোসল করানোর পর পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আজিমপুর কবরস্থানে লাশ দাফন করা হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply