টেকনাফে ১০টি অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ১০টি অস্ত্রসহ দু’জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫।

আজ সোমবার দুপুর পৌনে ২টা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার ওপর থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটককৃতরা হলেন, জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬, ব্লক এ-৩ এর বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্প, সি ব্লকের বাসিন্দা আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া ওমরখাল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন ব্যক্তিকে দু’টি বস্তাসহ ধাওয়া করে আটক করা হয়। পরে বস্তা দুটি তল্লাশি করে ৯টি এসবিবিএল এবং ১টি ওয়ানশুটারগান জব্দ করা হয়। তারা দ্বীর্ঘ দিন ধরে অস্ত্র চোরাচালানের সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply