করোনার টিকাবিরোধী প্রচারণা থেকে ফেসবুকের বিপুল অর্থ আয়

|

করোনার টিকাবিরোধী প্রচারণা থেকে বিপুল অর্থ আয় করছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে অবাধে চলছে কোভিড নাইনটিন সংক্রান্ত বিপজ্জনক ও ভুয়া তথ্য প্রকাশ।

ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলছে, ফেসবুকের নিজস্ব ফ্যাক্টচেকে উৎরে যাওয়া লাভজনক পেইজে মহামারি ও টিকার বিষয়ে ছড়ানো হচ্ছে ভুল তথ্য। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সাড়ে ৪ কোটি মানুষ অনুসরণ করেন- এমন ৪৩০টি পেজে চলছে এ ধরনের অপপ্রচার।

লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, মহামারি ও টিকা বিষয়ক অপপ্রচার থেকে ফেসবুকের আয়ের বড় অংশ এখনও আড়ালে। জার্মান, হিব্রু, পোলিশ ও স্প্যানিশসহ সাত ভাষায় সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো হচ্ছে ভুল তথ্য।

এমন অভিযোগের ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply