শিশু ভ্যানচালক শম্পার হাতে তুলে দেওয়া হলো পাঁকা বাড়ি ও দোকান

|

জামালপুরে ভ্যান চালক শিশু শম্পা ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার একটি থাকার ঘর ও দোকান উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

রোববার দুপুরে সদর উপজেলার নাকাটি গ্রামে শিশু শম্পার পরিবারের থাকার জন্য একটি পাঁকা বাড়ি ও একটি দোকান উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ভ্যান চালিয়ে শিশু শম্পা তার বাবার চিকিৎসা ও পরিবারের ভরণ পোষণ করছে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি এই পরিবারের সকল দায়িত্ব নেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই পরিবারটির জন্য একটি পাঁকা ঘর, দোকান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে শম্পার মা নেবুজা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply