তৃতীয় ধাপে দেশের ৬৩ পৌরসভায় ভোট কাল

|

তৃতীয় ধাপে দেশের ৬৩ পৌরসভায় কাল ভোট। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসাররা স্ব স্ব কেন্দ্রের সরঞ্জাম বুঝে নিচ্ছেন। আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সবগুলো পৌরসভাতেই ভোট নেয়া হবে ব্যালট পেপারে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি থাকবে স্ট্রাইকিং ফোর্সও। বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয় নির্বাচনের প্রচার-প্রচারণা। তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তবে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করে চতুর্থ ধাপে স্থানান্তরিত করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply