যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

|

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হলো অ্যান্থনি ব্লিনকেনের। মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

এদিন একশো সিনেটরের মধ্যে তার পক্ষে ভোট দেন ৭৮ জন, বিপক্ষে পড়ে ২২ ভোট। ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের প্রথম দিন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিত্র দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়নে আরও কাজ করবেন তিনি। গোটা বিশ্বে চলবে আমেরিকার নেতৃত্ব। ব্লিনকেন জানান, বাইডেন প্রশাসন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করে দেবে। এমনকি ইরান পরামুণ চুক্তিতে ফেরার কথাও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply