নির্বাচকের দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আমি ক্রিকেটারই: আব্দুর রাজ্জাক রাজ

|

জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন আবদুর রাজ্জাক রাজ। এই সংবাদ পাওয়ার পরেই যমুনা নিউজের সাথে কথা বলেছেন ভিডিও কলে। আবদুর রাজ্জাকের সামনে যমুনা নিউজের প্রথম প্রশ্ন ছিল, আপনাকে সাবেক ক্রিকেটার বলবো নাকি বর্তমান?

সব সময়ই যেমন প্রশ্নের উত্তরে সোজাসাপ্টা কথা বলেন, এই প্রশ্নের উত্তরেও বললেন তেমন কথা, মজার ছলেই জানালেন যেদিন থেকে বিসিবির দায়িত্ব অফিসিয়ালি বুঝে পাবো সেদিন থেকে আমাকে সাবকে ক্রিকেটার বলতে পারেন।

যমুনা নিউজকে তিনি জানালেন, নিজের দায়িত্বটা সততার সাথে পালন করতে চান। সেই সাথে পূর্ণতা আনতে চান জাতীয় দলে। দলে যেন কোনো শূন্যতা না থাকে। এবং দলের কম্বিনেশনটার দিকে সবচাইতে বেশি নজর থাকবে তার।

রাতে বিসিবির বোর্ড মিটিংয় শেষে জাতীয় ক্রিকেট দলের দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সাথে তৃতীয় নির্বাচক হিসেবে অফিসিয়ালি ঘোষণা দেয় বিসিবি। তবে, হয়তো কয়েকদিনের মধ্যেই সাবেক এই ক্রিকেটারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিবে বিসিবি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply