সবাইকে দিয়ে নেই তারপর আমি নেবো: প্রধানমন্ত্রী

|

আগে আগে নিলে বলবে আগে নিজেই নিলো, কাউকে দিলো না। সবাইকে দিয়ে নেই তারপর আমি নেবো। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম প্রত্যক্ষ করার সময় তিনি এ কথা বলেন। এসময় ভ্যাকসিন গ্রহীতাদের সাহস দেন প্রধানমন্ত্রী। জানান শুভকামনা।

প্রথম ভ্যাকসিন নিতে আসেন সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা। এসময় প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন, নার্ভাস লাগছে না তো? রুনু জানান, ভয় পাচ্ছেন না। এসময় প্রধানমন্ত্রী তার প্রশংসা করে বলেন, দোয়া করি তুমি জীবনে আরও অনেক মানুষের সেবা করবে।

এরপর পর্যায়ক্রমে টিকা নেন ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। এসময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুলিশের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল ইমরান ভ্যাকসিন নেয়ার সময় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, ভয় লাগছে নাতো?

এসময় প্রধানমন্ত্রী বলেন, আগে আগে নিলে বলবে আগে নিজেই নিলো, কাউকে দিলো না। সবাইকে দিয়ে নেই তারপর আমি নেবো।

এর আগে, নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে।

তিনি বলেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চুক্তি করেছি। আমরা ভ্যাকসিন প্রয়োগের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে। তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply