তিউনিসিয়ায় পার্লামেন্টের বাইরে ব্যাপক সহিংসতা

|

তিউনিসিয়ায় পার্লামেন্টের বাইরে ব্যাপক সহিংসতা

তিউনিসিয়া সরকারে রদবদল চলাকালে পার্লামেন্টের বাইরে ব্যাপক সহিংসতায় জড়ান বিক্ষোভকারীরা। মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহারে বাধ্য হয় পুলিশ।

১১ সদস্যের নতুন মন্ত্রিসভার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী হিশাম মেশিশি। স্বরাষ্ট্র, আইন ও বিচার, স্বাস্থ্যসহ কয়েকটি মন্ত্রণালয়ে আনা হয় রদবদল। যা এর আগেই অসাংবিধানিক আখ্যা দেন প্রেসিডেন্ট। কেননা প্রস্তাবিত মন্ত্রীদের মধ্যে চারজনের নামেই চলছে দুর্নীতি মামলা।

জানুয়ারির শুরুতেই পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রথমে তিউনিসিয়ায় শুরু হয় বিক্ষোভ। পরে যুক্ত হয় লকডাউন বিরোধী আন্দোলন এবং অর্থনৈতিক সংকট ও দুর্নীতি দূরীকরণের দাবি।

মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ আটক হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply