করোনা মোকাবিলায় আরও ২০ কোটি ভ্যাকসিন কিনবে যুক্তরাষ্ট্র

|

করোনা মহামারি মোকাবিলায় শিগগিরই আরও ২০ কোটি ভ্যাকসিন ডোজ কিনবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিয়মিত সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন, প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, পরিস্থিতি উন্নয়নের জন্য সময় প্রয়োজন।

বাইডেন জানান, মহামারির বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ও অঞ্চলগুলোয় সাপ্তাহিক ৮৬ লাখ থেকে কোটি পর্যন্ত টিকার ডোজ বণ্টন করা হবে। আগামী সপ্তাহ থেকেই পরিকল্পনাটি কার্যকরের ইচ্ছা।

শিগগিরই FDA অনুমোদিত দুটি ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার এবং মডার্না থেকে আরও ২০ কোটি ডোজ কেনা হবে। যা গ্রীষ্মের আগেই হাতে পাবে যুক্তরাষ্ট্র।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply