গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় প্রাণহানি প্রায় ১৬ হাজার

|

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে মোট প্রাণহানি ২১ লাখ ৬৫ হাজার ছাড়ালো। নতুনভাবে সোয়া ৫ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯। সবমিলিয়ে মোট সংক্রমিত ১০ কোটি ৮ লাখের ওপর।

মঙ্গলবার শুধু যুক্তরাষ্ট্রেই করোনাতে মৃত্যুবরণ করেন ৪ হাজারের কাছাকাছি; দেশটিতে মোট প্রাণহানি ৪ লাখ ৩৫ হাজার ছাড়ালো। দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৬শ’র বেশি মৃত্যু দেখলো ব্রিটেন; এর মাধ্যমে দেশটির মোট প্রাণহানি এক লাখের চৌকাঠ পার করলো।

ব্রাজিলেও এদিন ১২শ’র ওপর মৃত্যু হয় কোভিডে; লাতিন দেশটিতে মারা গেছেন দু’লাখ ২০ হাজারের মতো। এদিন জার্মানিও হাজারের কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে।

এছাড়াও, সাউথ আফ্রিকা-মেক্সিকো-রাশিয়া ও ইউরোপের বাকি দেশগুলোয় ৫ থেকে সাড়ে ৬শ’ পর্যন্ত ছিলো করোনায় প্রাণহানির সংখ্যা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply