লকডাউন এবং নাইট কারফিউয়ের বিরুদ্ধে উত্তাল নেদারল্যান্ডস

|

লকডাউন এবং নাইট কারফিউয়ের বিরুদ্ধে উত্তাল নেদারল্যান্ডস

করোনার বিস্তার রোধে আরোপ করা লকডাউন এবং রাত্রিকালীন কারফিউ’র বিরুদ্ধে উত্তাল- নেদারল্যান্ডস।

সোমবার তৃতীয় দিনের মতো পুলিশের সাথে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। আটক করা হয় কমপক্ষে ৭০ জনকে।

নিরাপত্তা বাহিনীর দাবি, এ পর্যন্ত বিশৃঙ্খলার দায়ে আড়াইশো’র বেশি মানুষকে আটক করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি- বন্দর নগরী রটেরডামে। সেখানে সন্দেহভাজন যেকোন ব্যক্তিকে গ্রেফতারের এখতিয়ার দেয়া হয়েছে পুলিশকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, প্রথমবার দেশটিতে জারি করা হয়েছে কারফিউ। সম্প্রতি, নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত। ইউরোপের দেশটিতে, সাড়ে ১৩ হাজার মানুষের প্রাণ কেড়েছে কোভিড নাইনটিন; সংক্রমিত ৯ লাখ ৫৩ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply