রাজশাহীতে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

|

রাজশাহীতে নানা আয়োজনে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় সহকারী হাইকমিশনে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শুরু করেন সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। পরে তিনি ভারত সরকারের পক্ষে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান।

পরে সাংবাদিকদের সহকারী হাই কমিশনার জানান, বাংলাদেশে ৭০ লাখ করোনা ভাইরাসের টিকা মজুদ রয়েছে। প্রত্যেক মাসেই পর্যাপ্ত টিকা আসবে। তিনি জানান, এবার ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ১’শ ২২ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনের কর্মকর্তা, কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও কর্মরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply