বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ

|

২০২৩ সালের বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ। উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জয়ের পর ইংল্যান্ডকে টপকে দুই নম্বর স্থান দখল করেছে টাইগাররা। তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩০ পয়েন্ট।

আর পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪০ পয়েন্ট। ৬ ম্যাচে চার জয়ে এই পয়েন্ট সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। আর তিন নম্বরে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্ট ৩০। ৬ ম্যাচে তিন জয়ে এই পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ড।

তবে বাংলাদেশের চাইতে বেশি ম্যাচ ও রান রেটে পিছিয়ে থাকায় তিন-নম্বরে নেমে যায় ইংল্যান্ড। পয়েন্ট টেবিলে সফরকারী উইন্ডিজের স্থান নয় নম্বরে। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড রয়েছে যথাক্রমে ৪,৫,৬, ও ৭ নম্বরে। ভারতের স্থান নম্বর এইটে। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে ১১,১২,ও ১৩ নম্বর স্থানে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply