শেষ ওয়ানডেতে টাইগারদের জয় শুধুই সময়ের ব্যাপার

|

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করেও টাইগারদের সামনে বড় টার্গেট দিতে পারেনি উইন্ডিজ। তাই এবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অতিথিরা।

তবে কাজ হয়নি টাইগারদের ব্যাটারদের কাবু করতে পারেনি তারা। উল্টো সাকিব তামিম,মুশফিক ও রিয়াদ তুলে নিয়েছেন ফিফটি। উইন্ডিজের সামনে ছুড়ে দিয়েছেন ২৯৮ রানের বিশাল টার্গেট। সেই টার্গেটে ব্যাট করতে নেমে গেল দুই ম্যাচের রিপ্লে দেখলো গোটা জাতি।

শুরুতেই মোস্তাফিজের আগুনে পুড়ে ছাই উইন্ডিজের দুই ওপেনার অ্যামব্রিস ও ওটিয়ে। ওটিলেকে ব্যাক্তিগত এক রানে মুশফিকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন দ্যা ফিজ। এর পরে মোস্তাফিজের দ্বিতীয় শিকার অ্যামব্রিস। ১৩ রানেই ফিরতে হয় তাকে।

তার পরেই মিরাজ ও সাইফুদ্দিন মিলে উইন্ডিজের চার ব্যাটসম্যানকে ড্রেসিং রুমের পথ ধারিয়ে টাইগারদের জয়ের নৌকাকে এগিয়ে নিয়েছেন। উইন্ডিজের বানার করেছেন ৩১,মায়ার্স করেন ১১। জেসন মোহাম্মাদ আউট হন ১৭ রানে আর হ্যমিলটন ফেরেন ৫ রানে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply