ঢাকায় পৌঁছালো ৫০ লক্ষ ডোজ করোনার ভ্যাকসিন

|

ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ৫০ লক্ষ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন। বেলা সাড়ে ১১টার সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে এ ভ্যাকসিন।

করোনার টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিমান বাংলাদেশ সময় সাড়ে ৮টায় মুম্বাই ছাড়ে। টিকা টঙ্গীতে নিয়ে যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেক্সিমকো ফার্মার ৯টি গাড়ি রয়েছে। এই টিকা সংরক্ষণ করা হবে বেক্সিমকোর টঙ্গী স্টোরেজে। সারা দেশে এই টিকা পাঠানোর আগে সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।

এর আগে ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা পেয়েছিল বাংলাদেশ। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৬ মাসে ৩ কোটি টিকা কেনার চুক্তি রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply