মাঘের শীত বাঘের গায়ে: রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা

|

ঘন কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন

মাঘের শীত জেঁকে বসেছে সারা দেশে। উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা গুলো দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ অবস্থা অব্যাহত থাকবে আরও কিছুদিন।

আবহাওয়া অধিদফতর বলছে, দেশের বেশিরভাগ জেলা শুষ্ক থাকলেও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলবে দেরিতে। বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ।

পঞ্চগড়ের তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এদিকে কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। রাত থেকে বন্ধ থাকার পর সকালে খুলে দেয়া হয় দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। এখনও বন্ধ আছে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply