সকল শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ

|

মাদ্রাসাসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নবম দশম শ্রেণিতে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার এক এক সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংশোধন বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ এর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

শিক্ষামন্ত্রী জানান, একইসাথে ৬ষ্ঠ শ্রেণি থেকে ধারণা দেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শ্রেণিতে কিছু বেসিক সাবজেক্ট অন্তর্ভুক্ত করে একমুখী শিক্ষার প্রসারের উদ্যোগ নেবে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply