দেশে করোনার প্রথম ভ্যাকসিন পাবেন একজন নার্স

|

দেশে প্রথম করোনা ভ্যাকসিন পাবেন একজন নার্স। বুধবার এই টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা হাসপাতালের এ আয়োজনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় কিডনি ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান।

এ সময় তিনি জানান, কিডনি ইনস্টিটিউটের ১০৭টি শূন্য পদ পর্যায়ক্রমে পূরণ করা হবে। শুধু এনেস্থেসিস্ট নিয়োগের জন্য এক হাজার পদের বিশেষ বিসিএসের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, কেবল এনেস্থেসিস্টের অভাবে অনেক হাসপাতালে অপারেশন হয় না; যা দুঃখজনক। একটি চক্র এই সুযোগ কাজে লাগিয়ে রোগীদের বেসরকারি হাসপাতালে নিয়ে যায় বলেও মন্তব্য করেন স্বাস্থ্য সচিব।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply