বাগদাদে দু’দফা বিস্ফোরণের দায় স্বীকার আইএস’র

|

বাগদাদে দু'দফা বিস্ফোরণের দায় স্বীকার আইএস'র

ইরাকের রাজধানী বাগদাদে দু’দফা বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে আইএস। শুক্রবার নিজস্ব সংবাদ মাধ্যম- আমাক নিউজে এ বিবৃতি দেয় জঙ্গি সংগঠনটি।

দাবি- শিয়া মুসলিম জনগোষ্ঠী এবং নিরাপত্তা বাহিনীই ছিলো হামলার মূল টার্গেট। একারণেই ব্যস্ততম বাজারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক আইএস সদস্য। সবাই যখন ছোটাছুটি আর উদ্ধার তৎপরতা শুরু করে তখন ঘটানো হয় দ্বিতীয় বিস্ফোরণ। তিন বছরের মধ্যে রাজধানীতে এটি সবচেয়ে বড় হামলার ঘটনা। যাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে, আহত ১১০।

ডাক্তারদের দাবি- হাসপাতালে চিকিৎসারত অনেকের অবস্থাই সংকটাপন্ন। সুতরাং, দীর্ঘায়িত হতে পারে মৃত্যু তালিকা।

২০১৭ সালে, আইএসমুক্ত ঘোষিত হয় ইরাক। কিন্তু এখনো সক্রিয় জঙ্গি সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply