ইউরোপিয়ান সুপার লিগে মাঠে নামলেই বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধের ঘোষণা ফিফার

|

বহুল আলোচিত ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফিফা। এই আসরে অংশ নিলে বিশ্বকাপসহ অন্যসব আসরে নিষিদ্ধ করা হবে সেই খেলোয়াড়কে।

উয়েফা ও বাকি পাঁচ কনফেডারেশনের যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। পাশাপাশি এই ধরণের কোন প্রতিযোগিতার স্বীকৃতি দেয়া হবে না বলেও জানানো হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিকল্প হিসেবে ইউরোপিয়ান সুপার লিগ শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদের নেতৃত্বে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

এ নিয়ে নিজেদের মধ্যে যখন জোরালো আলোচনা চালিয়ে যাচ্ছেন ক্লাব কর্তারা। তখন ফিফার এমন সিদ্ধান্তে হুমকির মুখে পড়লো আসরটি। তবে বিকল্প হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপ আরও বড় পরিসরে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে ফিফা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply